দীনি মাওয়ায়েজ

দুনিয়ার পুরো হায়াতটাই মুসাফিরের জীবন। দুনিয়াতে আমরা পরকালের দিকে সফর করছি। দুনিয়া আমাদের স্বদেশী জীবন নয়; বরং এটা আমাদের পরদেশী জীবন। আমাদের আদি পিতা ও আদি মাতা জান্নাতে ছিলেন। বলতে গেলে আমরা জান্নাত থেকেই এসেছি। নশ্বর দুনিয়ার সামান্য জীবন কাটিয়ে আমাদেরকে আবার জান্নাতেই ফিরে যেতে হবে। এ হিসেবে আমাদের দুনিয়ার পুরো হায়াতটাই মুসাফিরী হায়াত।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনব্যাপী কাজকর্ম, কথা-বার্তা সবকিছুর মাঝে এ বিষয়টি ফুটে ওঠত যে, দুনিয়ার হায়াত আসলে আমার চিরদিন থাকা বা ভোগের হায়াত নয়। এটা আমার পরদেশী জীবন। এক হাদীসে উম্মতকে নসীহত করে তিনি বলেনÑ
كُنْ فِى الدُّنْيَا كَانَّكَ غَرِيْبٌ اَوْ عَابِرُ سَبِيْلٍ وَعُدَّ نَفْسَكَ مِنْ اَهْلِ الْقُبُوْرِ
অর্থাৎ দুনিয়াতে জীবন যাপন করার ক্ষেত্রে তোমার ধারণাটা যেন এমন হয় যে, তুমি একজন পরদেশী মুসাফির। তুমি বিদেশী, স্বদেশী নও। অথবা এ ধ্যান-ধারণা রাখ যে, তুমি একজন পথচারী।

 

বিস্তারিতঃ দীনি মাওয়ায়েজ

ঘোষনা

জনপ্রিয় কিতাব সমূহ