মাহফিল ও বিশেষ মজলিশ

প্রতি বছর জামিয়ার সুবিশাল প্রাঙ্গণে হযরত মুফতী আবূ সাঈদ সাহেব দা. বা. এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপী বার্ষিক ইসলাহী মাহফিল। মূলত এই মাহফিলটি জামিয়া ও মজলিসে হেদায়াতুল ইসলামের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। মজলিসে হেদায়াতুল ইসলাম হলো মুফতী সাহেব দা. বা. কর্তৃক প্রতিষ্ঠিত একটি আত্নশুদ্ধি, দ্বীনি দাওয়াত ও সেবামূলক মজলিস।

 

মাহফিল

১. আত্নশুদ্ধি, জীবনের সর্বক্ষেত্রে সুন্নত অনুসরণের গুরুত্ব, পারিবারিক হুকূক আদায়ের প্রয়োজনীয়তা, মানবজীবনে হালাল-হারাম বেছে চলাসহ যাবতীয় গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে হক্কানী আহলে দিল ওলামায়ে কেরাম হেদায়াত ও দিক নির্দেশনা দান করেন।

২. শুদ্ধভাবে সূরা-কেরাতের মশক ও প্রশিক্ষণ।

৩. ওযু, তায়াম্মুম, নামায ও কাফন-দাফনের আমলী ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ।

৪. তালিবে ইলম, উলামায়ে কেরাম ও ব্যবসায়ীদের উদ্দেশে স্বতন্ত্র ও বিশেষ বয়ান।

শেষোক্ত এই দুটি কাজ হযরত মুফতি সাহেব দা. বা. নিজে করে থাকেন। দেশ বিদেশের আহলে দিল উলামায়ে কেরাম এই মাহফিলের উপকারিতা ও প্রয়োজনীয়তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তাই প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে খোদাভীরু ও রাসূলপ্রেমী মানুষদের উপস্থিতি বেড়েই চলছে। আল্লাহ কবুল করুন। আমীন।

 

বিশেষ মজলিশ

ইসলাহী মাহফিল:
প্রতি ইংরেজী মাসের প্রথম শনিবার জামিয়ার মসজিদে হযরত মুফতি সাহেব দা.বা. এর ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়।

ফিকহী সেমিনার:
সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন জটিল মাসআলা সমাধানের লক্ষ্যে হযরত মূফতী সাহেব দা.বা. এর তত্ত্বাবধানে জামিয়ার দারুল ইফতায় বছরে কয়েকবার ফিকহী সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দারুল ইফতার দায়িত্বশীল মুফতীয়ানে কেরাম অংশগ্রহণ করে থাকেন।

হজ্ব প্রশিক্ষণ:
হজ্বের আমলী প্রশিক্ষণের উদ্দেশ্যে হযরত মুফতী সাহেব দা.বা. এর তত্ত্বাবধানে বছরে একবার হজ্বের পূর্বে জামিয়ার মসজিদে দিনব্যাপী মজলিস অনুষ্ঠিত হয়।

ঘোষনা

জনপ্রিয় কিতাব সমূহ