* সালানা ইমতেহানের শেষ দিন ফলাফল প্রকাশের পর থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি আরম্ভ হয়। ২০ শে রমজানের মধ্যে ভর্তি হলে পুরাতনদের থেকে ভর্তি ফি ২০০ টাকা কম নেয়া হয়। (এ নিয়মটি মীযান থেকে উপরের জামাতের জন্য প্রযোজ্য)
* রমজানের পর ৭ই শাওয়াল মাদরাসা খোলা হয়। ১৩ শাওয়াল পর্যন্ত সাধারণ ভর্তি চলে ।
* বাংলা জামাত থেকে নাহবেমীর জামাত পর্যন্ত পুরাতন ছাত্ররা উপরের জামাতে তারাক্কি পাওয়ার জন্য বার্ষিক পরীক্ষায় পাশ হওয়ার সাথে সাথে মে’য়ারী কিতাবসমূহে সর্বনিম্ন ৫০ নম্বর পাওয়া আবশ্যক।
* কিতাব বিভাগে ভর্তিচ্ছু নতুন ছাত্রদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আবশ্যক।
* ভর্তিচ্ছু ছাত্রের অযাকতা তথা চুল দাড়ি পোষাক -পরিচ্ছদ সুন্নত পরিপন্থি হলে ফরম দেয়া হয় না।
* কোন রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছাত্রদের ভর্তি করা হয় না।
* ভর্তি পরীক্ষায় নির্ধারিত কিতাব ও বিষয়ে প্রশ্ন করার সাথে সাথে পূর্বে কোন্ কোন্ জামাত এবং কি কি কিতাব পড়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত খোজ খবর নিয়ে সার্বিক বিবেচনায় নম্বর দেয়া হয়।
* নতুন ছাত্র ভর্তি পরীক্ষায় ভর্তি নম্বর পাওয়া আবশ্যক । তাখাসসুসাতের ছাত্রদের থেকে ভর্তি, বিদ্যুৎ ও জেনারেটর ফি নেয়া হয় না।
* নূরাণী, নাযেরা, হিফজ এবং কিতাব বিভাগে বাংলা জামাত থেকে তাইসীর জামাতসহ কোন ছাত্রকে ইমদাদী খানা (ফ্রী খানা) দেয়া হয় না।
* মীযান থেকে উপরের জামাতের ছাত্রদেরকে ইমদাদী খানার নির্ধারিত নম্বর পাওয়ার শর্তে বিবেচনা সাপেক্ষে ইমদাদী খানা দেয়া হয়।
ক্রমিক নং
১
২
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
জামাত
তাফসীর
ইফ্তা
আদব
দাওরা
মেশকাত
জালালাইন
শরহে বেকায়া
শরহে জামী
কাফিয়া
মুতার্ফারেকা
হেদায়াতুন্নাহু
নাহবেমীর
মীযান
তাইসীর
খুসূসী
বাংলা জামাত
ভর্তির নাম্বার
৬৫
৩৫
৩৫
৩৫
৩৫
৩৫
৫০
৫০
৫০
৫০
৫০
৫০
৫০
৫০
৫০
৫০
ফ্রি খানার নাম্বার
৬৫
৫০
৫০
৫০
৬০
৬০
৬৫
৭০
৭০
৭০
৭০
৭০
৭০
৭০
৭০
৭০
বি. দ্র.:ইফতা, তাফসীর ও আদব বিভাগে ভর্তি হওয়ার জন্য তাকমীল জামাতে শশমাহী /সালানা ইমতেহানে কমপক্ষে জায়্যিদ জিদ্দান (১ম বিভাগে) উত্তীর্ণ হওয়া আবশ্যক।