ভবিষ্যত পরিকল্পনা

একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে জামিয়ার বিভিন্ন ভবিষ্যত পরিকল্পনা রয়েছে। যথা:

(ক) দারুত তাসনীফ :-
দারুত তাছনীফ জামিয়ার পরিকল্পনাধীন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগকে নিয়ে জামিয়ার অত্যন্ত সুবৃহৎ ও সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য :-
১. দ্বীন ইসলামের জন্য নিবেদিত প্রাণ, সুযোগ্য, সুদক্ষ লেখক তৈরি করা। যারা দ্বীন শরীয়তের সকল শাখা উপশাখায় একাধিক ভাষায় প্রয়োজনীয় গ্রন্থাদি রচনা করবে। যারা তাদের কলম দ্বারা পুরো পৃথিবীর মুসলমানদের দ্বীনি চাহিদা পূরণ করবে। যারা দ্বীন ও শরীয়তকে সকল ধরণের বিকৃতি ও বাড়াবাড়ি থেকে এবং অপব্যাখ্যা ও মিথ্যাচার থেকে হেফাযত করবে। শিরক, বিদআত, নাস্তিকতাসহ সকল অধর্মের বিরুদ্ধে প্রামাণিক গ্রন্থ রচনা করবে।
২. জ্ঞান-বিজ্ঞানের প্রয়োজনীয় সকল শাখা-উপশাখায় সুযোগ্য, সুদক্ষ রিজাল ও ব্যক্তিত্ব তৈরী করা ও তদসংশ্লিষ্ট প্রয়োজনীয় গ্রন্থাদি রচনা করা।
৩. আকাবির-আসলাফ তথা আমাদের পূণ্যবান পূর্বসূরীদের আদর্শ ও চিন্তাধারা সংরক্ষণ ও প্রচার- প্রসার।
৪. কাল ও যুগের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সময়োপযোগী প্রবন্ধ-নিবন্ধ রচনা করা।
৫. দরসী-গায়রে দরসী সহ বিভিন্ন বিষয়ে রচিত আকাবির আসলাফের গুরুত্বপূর্ণ কিতাবাদির টীকা ও ব্যাখ্যাগ্রন্থ তৈরি করা।
৬. সাধারণ মুসলমানের কল্যাণার্থে পূর্বসূরীদের গুরুত্বপূর্ণ কিতাব সমূহের অনুবাদ প্রকাশ করা।
৭. আসলাফের অপ্রকাশিত দূর্লভ পান্ডুলিপিসমূহ সংগ্রহ করে সংরক্ষণ করা, প্রয়োজনে তাহকীক ও তা’লীক [পুনঃনিরীক্ষণ ও টিকা] সহকারে প্রকাশ করা।
৮. ইসলাম ও জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনীয় সকল শাখা-উপশাখা সংশ্লিষ্ট স্বতন্ত্র ও সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলা, যাতে পুরো পৃথিবীর জ্ঞানপিপাসু তালিবে ইলমগণ এতে জ্ঞান আহরণ করতে পারে।
৯. আধুনিক তথ্য-প্রযুক্তির সুষ্ঠু ও নিরাপদ ব্যবহারের মাধ্যমে পৃথিবীর অন্যান্য সমৃদ্ধ গ্রন্থাগারগুলোর সাথে যোগাযোগ স্থাপন করা যাতে এদেশীয় তালিবে ইলমগণ সেসব গ্রন্থাগার থেকে সহজে উপকৃত হতে পারে। মহান আল্লাহ তায়ালা সহজ করুন, কবুল করুন।

 

(খ) উচ্চতর গবেষণামূলক যেসব বিভাগ এখনো শুরু হয়নি তা শুরু করা। যেমন: ইলমুল কালাম বিভাগ, উলূমুল হাদীস বিভাগ, ইলমুল তাজবীদ ওয়াল ক্বিরাত বিভাগ ইত্যাদি।
(গ) তাদরীবুল মুদাররিসীন তথা মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ বিভাগ।
(ঘ) তাযকিয়া তথা আত্ন শুদ্ধির উদ্দেশ্যে খানকাহী নিযাম চালু করা।
(ঙ) জামিয়ার মুখপত্র স্বরুপ মাসিক দ্বীনি পত্রিকা প্রকাশ করা।

ঘোষনা

জনপ্রিয় কিতাব সমূহ