প্রকাশনা বিভাগ জামিয়ার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দারুত তাসনীফ থেকে রচিত প্রবন্ধ-নিবন্ধ ও গ্রন্থাদী জামিয়ার এ বিভাগ থেকে প্রকাশিত হয়। এছাড়া জামিয়ার বিভিন্ন এলান, নোটিশ, ফলাফল, পোষ্টার এখান থেকে প্রকাশিত হয়ে থাকে।