নেযামে তা’লীম – শিক্ষ্যা ব্যবস্থা

জামিয়া কুরআনিয়া ইমদাদুল উলূম ফুলছোঁয়া মহান আল্লাহ রব্বুল আলামীনের উপর ভরসা করে মুসলমান জনসাধারণের অনুদানে পরিচালিত হয়। জামিয়া ফুলছোঁয়া একটি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছাত্রদের মধ্যে এ চেতনাকে বদ্ধমূল করে দেয়া হয় যে, শিক্ষার মূল উদ্দেশ্য কখনোই অর্থোপার্জন নয়; বরং শিক্ষার মূল লক্ষ্য হলো, সঠিক জ্ঞান আহরণ করতঃ সে নিরিখে নিজের জীবনকে গড়ে তোলা এবং মহান প্রতিপালকের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে তাঁর সন্তুষ্টি লাভ করা।

 

এ প্রতিষ্ঠানে ছাত্রদের দরসভিত্তিক পাঠদান করা হয়। তালিবুল ইলমদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক লেখা পড়ার পরিবেশ সৃষ্টির জন্য নিয়মতান্ত্রিক পরীক্ষা গ্রহণ করা হয় এবং কৃতি ছাত্রদের পুরষ্কার প্রদান করা হয়। নিয়মিত পড়াশোনার পাশাপাশি মা-বাবার সেবা, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ, জনসাধারণের মাঝে দাওয়াতী কার্যক্রম পরিচালনা ইত্যাদি বিষয়ের উপর আমলের জন্যে তালিবে ইলমদেরকে বছরে চারবার ছুটি দেয়া হয়। এর মধ্যে রয়েছে ঈদুল আযহার ছুটি, শশমাহী পরীক্ষার ছুটি ও বাৎসরিক মাহফিলের ছুটি। শাবান মাসের বার্ষিক পরীক্ষার পর থেকে শাওয়ালের প্রথম সপ্তাহ পর্যন্ত মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। এ সময় নাহু, সরফ, আরবী ভাষা ইত্যাদি বিষয়ের উপর শিক্ষামূলক তাদরীবের (কোর্স) আয়োজন করা হয়। এতে ছাত্ররা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে।

 

দরসের সময়:
জামিয়া ফুলছোঁয়ার কিতাব বিভাগের দরসের সময় ঋতুভেদে পরিবর্তন হয়ে থাকে। গ্রীষ্মকালে তথা ১৬ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮.৪৫ থেকে বেলা ১২.৩০ পর্যন্ত। ৪৫ মিনিট করে মোট পাঁচটি দরস হয়। এরপর দুপুর দুইটা পর্যন্ত গোসল, দুপুরের খাবার, নামায ইত্যাদি আমল করা হয়। অতপর দুপুর ২.০০ থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত দুইটি সবক হয়। এভাবে দৈনিক ৪৫ মিনিট করে সাতটি সবক হয়।

 

দরসের এ সময় শীতকালে কিছুটা পরির্বতন হয়। ১ অক্টোবর থেকে ১৫ মার্চ পর্যন্ত সকাল ৯.৩০ থেকে সবক শুরু হয়ে ১২.৩০ পর্যন্ত মোট চারটি সবক হয়। এরপর দুপুর ২.০০ থেকে আসর পর্যন্ত তিনটি সবক হয়।

 

বৃহস্পতিবার দরসের নিয়ম এর ব্যতিক্রম। ফেব্রুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃহস্পতিবার সকাল ৬.০০ টা থেকে দরস শুরু হয়ে জোহরের পূর্ব পর্যন্ত ৪৫ মিনিট করে মোট সাতটি সবক হয়। মাঝখানে ৭.৩১ থেকে ৯.১৫ পর্যন্ত নাস্তা ঘুম ও সবকের প্রস্তুতির জন্য বিরতি থাকে। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বৃহস্পতিবারে সবক শুরু হয় ৬.১৫ মিনিট থেকে এবং যোহরের পূর্বে ৪৫ মিনিট করে মোট সাতটি সবক হয়। মাঝখানে ৭.৪৫ থেকে ৯.১৫ পর্যন্ত নাস্তা, ঘুম ও সবকের প্রস্তুতির জন্য বিরতি রয়েছে।

 

আর ডিসেম্বর ও জানুয়ারীতে সবক শুরু হয় ৬.৫০ থেকে। এবং ৮.১০ পর্যন্ত দুইটি সবক হয়। এরপর ৮.১১ থেকে ৯.৩০ মি. পর্যন্ত বিরতি থাকে। অতপর ৯.৪৫ মি. থেকে ১টা পর্যন্ত পাঁচ ছবক হয়। এ দুইমাস বৃহস্পতিবার সবকের সময় ৪০ মিনিট করে।

 

বস্তুত, জামিয়া ফুলছোঁয়া একটি বেসরকারী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আর্থিক অপ্রতুলতা সত্ত্বেও প্রতিভাবান ও মেধাবী ছাত্রদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে মাসিক ভাতা প্রদান, গরীব মেধাবী ছাত্রদের ফ্রি খোরাকীসহ সাধ্যমত আর্থিক সহযোগিতা দেওয়া হয়। সর্বোপরি ছাত্রদের আমল, আখলাক ও পড়াশোনার উন্নতির জন্য বিচক্ষণ ও সুযোগ্য শিক্ষকমন্ডলী সার্বক্ষণিক তত্ত্বাবধান করে থাকেন। যার ফলশ্রুতিতে এ মাদরাসার ছাত্ররা বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান লাভের পাশাপাশি প্রতিভা ও উন্নত চরিত্রের স্বাক্ষর রেখে বিজ্ঞ মহলের প্রশংসা কুড়িয়েছে।

 

শুধু তাই নয়, ধারাবাহিক উন্নতি ও আর্দশের কারণে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক এ জামিয়াকে বাংলাদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি দিয়েছে।

ঘোষনা

জনপ্রিয় কিতাব সমূহ