হযরত মুফতী সাহেব হুজুরের সাথে এ’তেকাফ কারীদের জন্য ২৪ ঘন্টার আমলের সূচী ০১. রাত ২.১৫ মিনিটের মধ্যে সবাই ঘুম থেকে উঠে পড়বে। অতপর ইস্তেঞ্জা -অজু সেরে তাহাজ্জুদ নামায আদায় করবে ,এবং সাহরী পর্যন্ত ১২ তাসবীর যিকির ও দুআয়ে মগ্ন থাকবে। ০২. রাত ৩.১৫ মিনিটে সবাই দস্তরখানে বসে যাবে। সাহরীর পর সময় থাকলে অবশিষ্ট ওজীফা আদায় […]
০১. যে ব্যক্তি সুরা ইখলাস,সুরা ফালাক, সূরা নাস সকালে তিনবারএবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে, এটি তার সকল বিষয়ের জন্য যথেস্ট হবে ( আবু দাউদ শ -২/৩৩৭পৃষ্ঠা )।০২. যে ব্যক্তি সকালেمِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِأَعُوْذُ بِاللهِ السَّمِيْعِ الْعَلِيْمِ পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তাকে শয়তান থেকে পানাহ দেয়া হবে (আ’মালুল ইয়াওমি ওয়াল লা ইলাহ পৃষ্ঠা – ২২)।০৩. যে ব্যক্তি …