এক নজরে জামিয়া

নামঃ জামিয়া কুরআনিয়া ইমদাদুল উলুম।
অবস্থানঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানাধীন বাকিলা বাজার থেকে ১কি:মিঃ উত্তরে ফুলছোঁয়া গ্রামে অবস্থিত। যার দ্রাঘীমাংস 90° 47′ 18″ পূর্ব, অক্ষাংশ 23° 15′ 31″ উত্তর।
আয়তনঃ ৪ একর প্রায়।
প্রতিষ্ঠাতাঃ পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা মুফতী আবূ সাইদ সাহেব দা.বা.।
প্রতিষ্ঠাকালঃ ১৪১৫ হিজরী মোতাবেক ১৯৯৫ ঈসায়ী ১৪০২ বাংলা।
বর্তমান মোহতামিমঃ পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা মুফতী আবূ সাইদ সাহেব দা.বা.।
মাসলাকঃ আহলুস সূন্নাহ ওয়াল জামায়াহ, হানাফী মাযহাব এবং আকাবিরে উলামায়ে দেওবন্দের মত ও পথ অনুসরণ করে চলা।
ছাত্র সংখ্যাঃ প্রায় ১৪০০ জন (১৪৪১-৪২ হিজরী শিক্ষাবর্ষ)।
উস্তাদ বৃন্দঃ ৫৯ জন।
খাদেম ও মুলাজিমিনঃ ১২ জন।

ঘোষনা

জনপ্রিয় কিতাব সমূহ